প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে মোটেও হালকা ভাবে নিচ্ছে না কাতার। ফিফা র্যাংকিংয়ে দু্ই দেশের ব্যবধানও অনেক।
বুধবার (০৯ অক্টোবর) ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফিফার র্যাংকিং শুধু কাগজের ব্যাপার। এটা একটা সংখ্যা মাত্র। আপনাকে মাঠে খেলে প্রমাণ করতে হবে যে আমি-আমরা সেরা। আমরা যদি র্যাংকিং অনুসরণ করি, তাহলে স্বাভাবিকভাবে এক বা দুইয়ে আছি কিন্তু এতে করে কিছু বদলাবে না। ’
ফেলিক্সের কথায় পুরো পেশাদারি মনোভাব খুঁজে পাওয়া যায়। তাই কোনো রকম ফেরারিটের তকমা নিজেদের গায়ে লাগাতে চান না। ফেলিক্স বলেন, ‘এখানে কোনো ফেভারিট নেই। ফেভারিট হতে হলে সেটা আপনাকে মাঠে খেলে দেখাতে হবে। আমরা আমাদের খেলার মানের এবং পারফরম্যান্সের উন্নতির চেষ্টা করব। নিজেদের শক্তি অনুযায়ী খেলে ভালো ফল পাওয়ার চেষ্টা করব। ’
বাংলাদেশ সম্পর্কে পুরোপুরি ধারণা না থাকলেও অল্প কিছু ধারণা তাদের রয়েছে। কাতারের কোচ বলেন, ‘অবশ্যই সবাই প্রতিপক্ষ নিয়ে ভাবে। আমরা বাংলাদেশের শেষ ম্যাচটা দেখেছি, তাদের শক্তির জায়গাটা জানি। সেট-পিস, লম্বা থ্রো-এগুলো তাদের সুযোগ তৈরি করে দিতে পারে। আমি বাংলাদেশকে খুব বেশি বিশ্লেষণ করিনি, তাদের দলে নিয়মিত খেলোয়াড় আছে নাকি কিংবা নতুন কেউ খেলছে কিনা তাও জানি না। তবে ছোটখাট বিষয়ও অনেক সময় পার্থক্য গড়ে দেয়। আমরা নিজেদের নিয়ে ভাবছি এখন। নিজেদের খেলা নিয়ে প্রস্তুত হওয়ার বিষয়গুলো ভাবছি। ’
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
আরএআর/এমএমএস