তবে সিমিওনে ফরোয়ার্ড গ্রিজম্যানকে নয়, তার স্কোয়াডে বেশি মিস করেন ডিফেন্ডার হার্নান্দেজকে। বৃহস্পতিবার রাতে আর্জেন্টাইন কোচ এক স্প্যানিশ গণমাধ্যমকে বলেন, ‘লুকাসের (হার্নান্দেজ) চলে যাওয়া আমাদের বেশি আঘাত দিয়েছে, সে ছিল আমাদের একাডেমির বালক।
অ্যাথলেটিকোতে থাকাকালীন মেত্রোপোলিতানোর নায়ক ছিলেন গ্রিজম্যান। ২৮ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে সু-সম্পর্ক ছিল কোচ সিমিওনের। অবশ্য শিষ্যকে হারালেও বর্তমানের কাতালান তারকার প্রশংসাই করেছেন সিমিওনে, ‘তার (গ্রিজম্যান) চলে যাওয়ার সময় আমি তার সঙ্গে কথা বলেছি। সে যেখানে যেতে চেয়েছিল সেখানেই গিয়েছে। সে খুব সরল ছেলে যে কখনো খুব বেশি কথা বলে না। সে খুব শান্ত এবং প্রফুল্ল মনের। আমার কোনো সন্দেহ নেই যে, সে সেখানে ভালভাবে শেষ করবে না। তবে এখন সবকিছু নির্ভর করছে ভালভার্দের হাতে(আরনেস্তো), আমার উপর নয়। ’
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ইউবি