রোববার (১৩ অক্টোবর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে ম্যাচের ২৪ মিনিটে আমিশার গোলে এগিয়ে যায় ভারত। তবে এর দুই মিনিট পরেই বাংলাদেশকে সমতায় ফেরায় স্বপ্না রানি।
চার দলের এই টুর্নামেন্টে সমান ৭ পয়েন্ট নিয়ে ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ও ভারতের মেয়েরা। দুই দলই প্রাথমিক পর্বে জয় পেয়েছে ২ ম্যাচে। ড্র করেছে ১ ম্যাচ। মঙ্গলবার (১৫ অক্টোবর) শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে দু’দল।
এর আগে ২০১৭ সালে প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশের মেয়েরা। তবে ২০১৮ সালের দ্বিতীয় আসরে প্রতিশোধ নেয় ভারত। বাংলাদশকে হারিয়ে শিরোপা জিতে তারা।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ইউবি