ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিকে ছাড়াই ইকুয়েডরকে ৬ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
মেসিকে ছাড়াই ইকুয়েডরকে ৬ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা গোলের পর আর্জেন্টাইনদের উল্লাস: ছবি-সংগৃহীত

লিওনেল মেসি-আনহেল ডি মারিয়া-সার্জিও আগুয়েরোদের মতো তারকারা ছিলেন না স্কোয়াডে। অবশ্য তাতেও গোল বন্যা থামেনি আর্জেন্টিনার। গুণে গুণে ইকুয়েডরের জালে ৬ গোল দিয়েছে আকাশী-নীলরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল স্কালোনির তরুণ দল জিতেছে ৬-১ ব্যবধানে। 

রোববার (১৩ অক্টোবর) এস্তাদিও ম্যানুয়েল মার্তিনেজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ইকুয়েডরের ওপর আক্রমণের ঝড় তুলে আর্জেন্টিনা। ২০ মিনিটে মার্কোস অ্যাকুয়ানার পাস থেকে আকাশী-নীলদের এগিয়ে দেন লুকাস আলারিও।

২৭ মিনিটে নিজেদের ভুলে দ্বিতীয়বার পিছিয়ে পড়ে ইকুয়েডর। হায়রো স্প্রিনোজা বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে জড়িয়ে দেন।

৩২ মিনিটে পেনাল্টি পায় স্কালোনির দল। লিয়ান্দ্রো পেরেদেস স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আরো ৩ গোল দেয় লাতিন পরাশক্তিরা।

অবশ্য দ্বিতীয়ার্ধে ফিরে ইকুয়েডরের হয়ে একটি গোল শোধ করেন অ্যাঞ্জেল মেনা। ৬৬ মিনিটে আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোল করেন জার্মান পেজ্জেল্লা। ৮২ মিনিটে আবারও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ব্যবধান বাড়িয়ে দেন নিকোলাস ডমিঙ্গোয়েজ। এর চার মিনিট পর ইকুয়েডরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লুকাস ওকোম্পাস।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।