জাতীয় দলের জার্সির পাশাপাশি ক্লাবের জার্সিতেও উজ্জ্বল জামাল। জামাল ভূঁইয়ার মতো বাংলাদেশ পেতে যাচ্ছে আরেকজন প্রবাসী ফুটবলার।
বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান জানান, অনুশীলনে তারিককে দেখে কোচ অস্কার ব্রুজন বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ইমরুল হাসান আরও জানান, ‘আমরা তারিককে ট্রায়ালের জন্য এনেছিলাম। তার পারফরম্যান্স দেখে আমাদের কোচ বেশ উচ্ছ্বসিত। জাতীয় দলে খেলার যোগ্যতা তার আছে বলে জানিয়েছেন আমাদের কোচ। এই সপ্তাহের মধ্যেই তারিককে পাওয়া যাবে বলে আমরা আশাবাদী। ’
এদিকে বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ জানালেন, ‘খুব শিগগিরই তারিককে দলের সাথে চুক্তিবদ্ধ করা হবে। তার পাসপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলেই আমরা তার সাথে চুক্তি করবো। আগামী মৌসুমেই তাকে আমরা দলে পাব। কবে চুক্তি করবো সেটা এখনও চূড়ান্ত হয়নি। ’
প্রবাসে থাকা জামাল ভূঁইয়ার চেয়ে তারিকের ফুটবল ক্যারিয়ারটা বেশ উজ্জ্বল। ফিনল্যান্ড অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। এছাড়া গত মৌসুমে বর্তমান ক্লাব ইলভেস ট্যাম্পেরের হয়ে উয়েফা ইউরোপা লিগের বাছাইপর্বের একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ১৯ বছর বয়সী এই তরুণ ডিফেন্ডারের। বর্তমান ক্লাবের সঙ্গে তারিকের চুক্তি আগামী ডিসেম্বরে শেষ হবে। এরপরই তিনি যোগ দেবেন বসুন্ধরা কিংসে।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
আরএআর/এমআরপি