ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে ক্রিস হার্ডের। ৩০ বছর বয়সী এই মিডফিল্ডার খেলেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের জার্সিতেও।
অ্যাস্টন ভিলায় কাটিয়েছেন ইয়ুথ ক্যারিয়ার। ২০০৫ সালে ক্লাবটির জুনিয়র দলে নাম লেখান। ২০১০ সাল পর্যন্ত খেলেছেন সেখানে। এরপর নাম লেখান মূল দলে। ২০১০-২০১৫ পর্যন্ত অ্যাস্টন ভিলায় খেলেছেন মোট ৪২ ম্যাচ। সেখানে তার নামের পাশে গোল আছে তিনটি।
অ্যাস্টন ভিলায় সতীর্থ হিসেবে পেয়েছিলেন বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক অ্যাশলে ইয়ংকে। ম্যানচেস্টার সিটিতে খেলা ফ্যাবিয়ান ডেলফকেও সতীর্থ হিসেবে পেয়েছিলেন ক্রিস হার্ড। ২০১৮-১৯ মৌসুমে কাটিয়েছেন ভারতের জায়ান্ট চেন্নাইয়িন এফসিতে। তাদের হয়ে এএফসি কাপে আবাহনীর বিপক্ষে খেলতে এসেছিলেন ঢাকাতে।
ক্লাব ক্যারিয়ারে ১৪০ ম্যাচ খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার আগামী ২৫ নভেম্বর ঢাকায় এসে পৌঁছাবেন বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এমআরপি