প্রথম দেখায় নিজেদের মাঠে দলটিকে একই ব্যবধানে হারিয়েছিল মাওরিসিও সারির দল। এবার মস্কোর মাঠে আতিথ্য নেওয়া জুভেন্টাস ম্যাচের শুরুতেই লিড নেয়।
ম্যাচের তৃতীয় মিনিটে লিড নেয় জুভিরা। অতিথিদের এগিয়ে নেন অ্যারন রামসে। রোনালদো নেওয়া ফ্রি-কিক ক্লিয়ার করতে পারেননি স্বাগতিক গোলরক্ষক গিলেরমো। বল যখন গোললাইন অতিক্রম করছে তখনি আলতো টোকা দিয়ে রোনালদোর গোলে ভাগ বসান রামসে। ১২ মিনিটের মাথায় আলেকসেই মিরানচুকের হেডে সমতায় ফেরে মস্কো। ৩৩তম মিনিটে সামি খেদিরার বাড়ানো বলে গঞ্জালো হিগুয়েন জোরালো শট নিলেও সেটি রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক।
বিরতির আগে আর কোনো দল গোলের দেখা পায়নি। বিরতির পর ৯০ মিনিটেও গোল পায়নি কেউ। যোগ করা অতিরিক্ত সময়ে ব্রাজিল তারকা কস্তা (৯৩ মিনিট) গোল করলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
এই জয়ে গ্রুপ ‘ডি’তে থাকা জুভেন্টাস চার ম্যাচের তিনটিতে জয় আর একটিতে ড্র নিয়ে সংগ্রহে রাখলো ১০ পয়েন্ট। চার ম্যাচের একটিতে জেতা লোকোমোতিভ মস্কোর সংগ্রহ ৩ পয়েন্ট।
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমআরপি