ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আমি নেইমারের বাবা কিংবা পুলিশ নই: টুখেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
আমি নেইমারের বাবা কিংবা পুলিশ নই: টুখেল টমাস টুখেল এবং নেইমার/ছবি: সংগৃহীত

সম্প্রতি সাবেক বার্সা সতীর্থ জেরার্ড পিকের আমন্ত্রণে ডেভিস কাপের ম্যাচ দেখতে স্পেনের রাজধানী মাদ্রিদে গিয়েছিলেন নেইমার জুনিয়র। আর এই নিয়ে একরাশ বিরক্তি প্রকাশ করলেন পিএসজি কোচ টমাস টুখেল। 

ইনজুরি কাটিয়ে ফেরার পর শুক্রবার (২২ নভেম্বর) রাতে লিঁলের বিপক্ষে ফেরার সম্ভাবনা আছে নেইমারের। এরপর মঙ্গলবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শুরুর একাদশে ফিরতে পারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

কিন্তু দুই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নেইমারের মাদ্রিদ সফর ঘিরে ক্ষোভ ঝারলেন টুখেল।

পিএসজির ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘(নেইমারের মাদ্রিদ সফর নিয়ে) আমি কি করতে পারি? আমি ওর বাবা নই। আমি পুলিশও নই। আমি শুধুই তার কোচ। এটা একদম পরিষ্কার যে তার কোচ হিসেবে এই (মাদ্রিদ) সফর আমার একদম পছন্দ হয়নি। ’

তবে দলের অনুশীলনে যে নেইমার ভালো করছেন তা স্বীকার করে পিএসজি কোচ বলেন, ‘এখন মাথা গরম করার সময় নয়। গত দুই সপ্তাহ জুড়ে নেইমার বেশ পেশাদার আচরণ করেছে। সে অন্যদের চেয়ে অনুশীলনে বেশি কাজ করেছে। সে গ্রুপ সেশন ও ব্যক্তিগতভাবেও কাজ করেছে। ’

লিঁলে ম্যাচেই নেইমারের ফেরার বিষয়ে নিশ্চিত করে তিনি বলেন, ‘(লিঁলের বিপক্ষে) সে খেলবে, কিন্তু ৯০ মিনিট খেলতে পারবে না। ওই ম্যাচে সে শুরু থেকেই খেলবে নাকি বদলি হিসেবে নামবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি। ’

নেইমার ফিরলেও দলের তিন বড় তারকাকে পাচ্ছেন না টুখেল। বিশেষ করে মার্কো ভেরাত্তি ও আন্দের হেরেরার খেলার কোনো সম্ভাবনা নেই। আর জ্বরে আক্রান্ত হওয়ায় কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও আছে সংশয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।