ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আমরা গত ৪০ বছরে মেসির মতো কাউকে দেখিনি: গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
আমরা গত ৪০ বছরে মেসির মতো কাউকে দেখিনি: গ্রিজম্যান মেসি ও গ্রিজম্যান: ছবি-সংগৃহীত

বার্সেলোনার হয়ে শুরুটা ভাল হয়নি আঁতোযা গ্রিজম্যানের। ফরাসি ফরোয়ার্ড এখনো খাপ থেকে নিজের সেরা অস্ত্রটা বের করতে পারেননি। নতুন ঠিকানায় আক্রমণভাগের ‍দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে সম্পর্কটাও সেভাবে জমে ওঠেনি তার। তবে সম্পর্কটা জোরালো করার দিকে গ্রিজম্যান। তার জন্য তিনজনে মিলে ডিনারে ও গিয়েছেন। এমনটাই জানিয়েছেন ২৮ বছর বয়সী ফরাসি তারকা। 

মেসি ও সুয়ারেজ মাঠে ও মাঠের বাইরেও দীর্ঘদিনের বন্ধু। আর চলতি মৌসুমে ক্যাম্প ন্যুয়ে এসে তাদের বন্ধুত্বই খুঁজছেন গ্রিজম্যান।

সাবেক অ্যাথলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড উয়েফাকে বলেন, ‘আমি সত্যি লাজুক এবং লোকজনের সঙ্গে আলাপে তেমন দক্ষ নই। আমি তেমন লোক নই, যে নিজ থেকে আলাপ শুরু করে। তবে লিও, লুইস ও আমি এখন একজন আরেকজনকে জানছি এবং আমরা ইতোমধ্যে একসঙ্গে ডিনারেও গিয়েছি। ’ 

গ্রিজম্যান আরো বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নতি করবে, এবং তা ঘটলে তা আমাদেরকে মাঠে আরও সাচ্ছন্দ্য করবে। ’ 

মাঠে মেসির নৈপুণ্য সম্পর্কে জিজ্ঞেস করা হয়ছিল গ্রিজম্যানকে। অবশ্য বার্সেলোনা প্রাণভোমরাকে নিয়ে তেমন উচ্চবাচ্য করেননি ফরাসি তারকা। কেবল বলেন, ‘গত ৪০ বছরে আমরা তার (মেসি) মতো এমন একজনকেও দেখিনি। সে যা কিছু করে তা অবিশ্বাস্য। তাকে খেলতে দেখা সত্যি আনন্দের। ’ 

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।