ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

ফুটবল

নেইমারকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
নেইমারকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পিএসজি কোচ নেইমার

চলতি মৌসুমে ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ছন্দে আছেন আনহেল দি মারিয়া, এদিনসন কাভানি, কিলিয়ান এমবাপ্পে ও ইন্টার মিলান থেকে ধারে পার্ক দ্য প্রিন্সেসে আসা মাউরো ইকার্দি। আর তাতেই এক সমস্যার মধ্যে পড়েছেন পিএসজি কোচ টমাস টুখেল।

ব্যাপারটা এমন যে, কাকে রেখে কাকে আক্রমণভাগে খেলাবেন তাই নিয়ে ভাবতে হচ্ছে জার্মান কোচকে। তবে ‍টুখেলের মূল সমস্যাটা নেইমারকে নিয়ে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগে ‘এ’ গ্রুপে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে মাঠে নামাবেন কী নামাবেন না, তা নিয়েই দ্বন্দ্বে পড়েছে পিএসজি।

লস ব্লাঙ্কোসদের মুখোমুখি হওয়ার আগে নেইমারকে শুরুর একাদশে না রাখার উপদেশ দিয়েছে স্পেনের গণমাধ্যমগুলো। সেলেকাও সুপারস্টারের পরিবর্তে দি মারিয়াকে শুরুর একাদশে রাখার দিকে গুরুত্ব দিয়েছে তারা। কারণ প্রথম লেগে আর্জেন্টাইন উইঙ্গারের জোড়া গোলেই রিয়ালকে ঘরের মাটিতে বিধ্বস্ত করেছিল পিএসজি। তার মধ্যে চলতি মৌসুমে দি মারিয়া আছেন দারুণ ছন্দে।

কিন্তু টুখেল যদি নেইমার-দি মারিয়া-কাভানি-এমবাপ্পে-ইকার্দি নিয়ে আক্রমণভাগ সাজাতে যান তবে তাকে সাফল্য পাওয়া ৪-৩-৩ ফর্মেশন ভাঙতে হবে। সেক্ষেত্রে নেইমার ও দি মারিয়াকে দিয়ে যদি একাদশ সাজানো হয়ে তবে বেঞ্চে বসিয়ে রাখতে হবে কাভানিকে। কিংবা উরুগুইয়ান তারকাকে নামালে বসে থাকতে হবে ইকার্দিকে। যার ফলে ‘শ্যাম রাখি না কূল রাখি’ অবস্থায় পড়েছেন টুখেল।

পিএসজি কোচ যদি স্প্যানিশ গণমাধ্যমগুলোর কথা মাথায় রাখেন তবে জিনেদিন জিদানের দলের বিপক্ষে শুরুর একাদশে জায়গা হারাবেন নেইমার। কারণটাও অবশ্য অমৌলিক নয়। পিএসজির জার্সিতে তেমন ছন্দে নেই ২৭ বছর বয়সী তারকা। চোটের কারণে অধিকাংশ সময় মাঠের বাইরে কাটছে তার। যার ফলে এই মৌসুমে মাত্র ৬ ম্যাচে পিএসজির হয়ে মাঠে নেমেছেন নেইমার।

এছাড়া টুখেল-নেইমার দ্বন্দ্বটাও পুনরায় জেগে উঠেছে। এমনিতে ব্রাজিলিয়ান তারকাকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে পিএসজি কোচকে। গত শুক্রবার ফরাসি লিগ ওয়ানে লিলের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হওয়ায় রাগ দেখিয়ে সোজা টানেল ধরে চলে যান নেইমার।

এছাড়া গত সপ্তাহে টুখেলের বারণ সত্ত্বে ‘ডেভিস কাপ’ টেনিস দেখতে স্পেনে চলে যান নেইমার। বিষয়টি নিরে পরবর্তীতে সমালোচনার মুখে পড়েন পিএসজি কোচ।

কিন্তু একটা ‘ভয়’ও কাজ করছে টুখেলের মনে। বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়কে বেঞ্চে বসিয়ে রাখলে যে আবারও সমালোচনার মুখে পড়তে হবে তাকে! এমন ত্রাহি অবস্থার মধ্যে নেইমারকে নিয়ে টুখেল কী করেন সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।