ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নিজেদের মাঠে জিতেনি লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
নিজেদের মাঠে জিতেনি লিভারপুল নিজেদের মাঠে জিতেনি লিভারপুল।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইতালির ক্লাব নাপোলিকে আতিথ্য জানিয়ে জিততে পারেনি নিজেদের মাঠে খেলতে নামা ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট লিভারপুল। ১-১ গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচটি। জিততে পারলে নকআউট পর্বের টিকিট নিশ্চিত হতো লিভারপুলের। ড্র হওয়াতে অপেক্ষা বেড়েছে ইংলিশ ক্লাবটির।

এবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে খেলতে নামে লিভারপুল। সেপ্টেম্বরে প্রথম দেখায় ইতালির ক্লাবটির মাঠে ২-০ গোলে হেরেছিল তারা।

ম্যাচের ২১ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ড্রিস মের্টেন্সের গোলে ১-০ তে লিড নেয় অতিথি নাপোলি। বিরতির আগে সেই গোল শোধ করতে পারেনি জার্গেন ক্লপের শিষ্যরা।

বিরতির পর ম্যাচের ৬৫ মিনিটের মাথায় দেইয়ান লোভরেনের গোলে সমতায় ফেরে লিভারপুল। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল করতে না পারলে নাপোলির বিপক্ষে পয়েন্ট হারায় ইংলিশরা। তাতে নকআউটের অপেক্ষা বাড়লো লিভারপুলের।

৫ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ১০ পয়েন্ট, অবস্থান গ্রুপ ‘ই’তে শীর্ষে। নাপোলি ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে। স্লাজবুর্গের পয়েন্ট ৭ আর চারে থাকা জেঙ্কের পয়েন্ট ১।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।