ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জিতলেন ফেলিক্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জিতলেন ফেলিক্স জোয়াও ফেলিক্স-ছবি:সংগৃহীত

অ্যাতলেটিকো মাদ্রিদের তরুণ উইঙ্গার জোয়াও ফেলিক্স এ বছরের গোল্ডেন বয় অ্যাওয়ার্ড জিতলেন। অনূর্ধ্ব-২১ বছরের ফুটবলারদের প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। এবারে জিতলেন পর্তুগালের এই তারকা।

২০ বছর বয়সী ফেলিক্স এই মৌসুমে বেনফিকা থেকে ১২৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকোতে পাড়ি দেন। তিনি দিয়েগো সিমিওনের দলের হয়ে লা লিগায় এখন পর্যন্ত ১০ ম্যাচে দুটি গোল করেছেন।

এর আগে বেনফিকার হয়ে গত মৌসুমে ১৮ গোল করে নজরে আসেন।

১৯ বছর বয়সী বুরুশিয়া ডর্টমুন্ড ও ইংল্যান্ড ফরোয়ার্ড জাডন সানচো দ্বিতীয় হয়েছেন। যেখানে বায়ার লেভারকুসেন ও জার্মানির ২০ বছর বয়সী কাই হাভার্ট তৃতীয় হয়ে শেষ করেছেন।

২০০৩ সাল থেকে ইতালির পত্রিকা তুত্তোস্পোর্ত ইউরোপে পারর্ফম করা ২১ বছরের নিচের সেরা ফুটবলার বাছাইকরে এই পুরস্কার দিয়ে আসছে। লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, ওয়েন রুনি, সেস ফেব্রেগাস থেকে শুরু করে হালের কিলিয়ান এমবাপ্পেও এই পুরস্কারটি জিতেছেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।