বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ইউরোপা লিগের ‘এল’ গ্রুপের ফিরতি লেগে ঘরের মাঠে ইউনাইটেডকে আতিথেয়তা দেয় আস্তানা। প্রতিপক্ষ পুঁচকে দল বিধায় কোচ সুলশার এই ম্যাচে সুযোগ দেন দলের অপেক্ষাকৃত তরুণদের।
কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে দেয়নি আস্তানা। গ্রুপ পর্বে প্রথমবারের মতো তিন পয়েন্ট আদায় করে নেয় দলটি। ৫৫ মিনিটে আস্তানাকে সমতায় ফেরান দিমিত্রি শোমকো। এরপর একের পর এক গোল মিসের মহড়া দিয়ে ইউনাইটেড অনাকাঙ্খিত ভুলটি করে ৬২ মিনিটে। আস্তানার ডিফেন্ডার রুকিবিনার শট বের্নাডের মাথায় লেগে ঢুকে যায় নিজেদের জালে। শেষ পযর্ন্ত ব্যবধান আর গোছাতে পারেনি রেড ডেভিলরা।
হারলেও অবশ্য গ্রুপ পর্বে শীর্ষস্থান ধরে রেখেছে সুলশারের দল। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১০। সমান ম্যাচে এক পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে আলকামার। আস্তার পয়েন্ট মাত্র ৩।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
ইউবি