ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

১২০-এ পা দিল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
১২০-এ পা দিল বার্সেলোনা ক্যাম্প ন্যু

মানুষের বয়স দিয়ে মাপলে বলা যায়, থুত্থুরে বুড়ো হয়ে গেছে বার্সেলোনা। কিন্তু বহু আগে একশ পার করে ফেলা ক্লাবটি এখনো উজ্জ্বল ও তরুণ। এখনো বিশ্বব্যাপি অসংখ্য কিশোর-তরুণদের স্বপ্নের জায়গা ক্যাম্প ন্যু। আজ সেই কাতালান ক্লাবটির জন্মদিন। ১২০ বছরে পা দিয়েছে বার্সেলোনা।

১৮৯৯ সালের ২৯ নভেম্বর স্পেনের কাতালোনিয়ায় হুয়ান গাম্পারের হাত ধরে জন্ম নিয়েছিল বার্সালোনা। বার্সা কেবল একটি ক্লাবই নয়, দিনে দিনে এটি হয়ে ওঠেছে স্বাধীনতাকামী মানুষের স্বপ্ন।

এমনকি বার্সা হয়ে ওঠেছে কাতালান অধিবাসীদের সংস্কৃতির প্রতীক যা ‘কাতালানিজম’ নামে পরিচিতি পেয়েছে বিশ্বে।  

চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যেখানে ধনিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে সেখানে বার্সেলোনা যেন হয়ে ওঠেছে আপামর সাধারণ নিপীড়িত-শোষিত জনগণের ক্লাব। অবশ্য আয়ের দিক দিয়ে পিছিয়ে নেই বার্সা। বিশ্বের দ্বিতীয় ধনী ফুটবল ক্লাব এবং চতুর্থ ধনী ক্রীড়া ক্লাব বার্সেলোনা।  

গত ১১৯ বছরে বার্সেলোনা সব ধরণের পুরস্কারই ঘরে তুলেছে। ঘরোয়াভাবে রেকর্ড ৭৪টি শিরোপার মালিক তারা। তার মধ্যে আছে ২৬টি লা লিগা, ৩০টি কোপা দেল রে, ১৩টি সুপারকোপা দে এস্পানা, ৩টি কোপা এভা দুয়ার্তে ও ২টি কোপা দে লা লিগা। এছাড়া ইউরোপীয়ান ফুটবল জগতে ২০টি শিরোপাও জিতেছে তারা। ৫বার চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ৪বার কাপ উইনার্স কাপ আছে তাদের ঝুড়িতে। এছাড়া আছে যুগ্মভাবে রেকর্ড ৫টি উয়েফা সুপার কাপ, ৩টি ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ এবং ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ।  

কেবল শিরোপা অর্জনের দিকে নয়, বার্সেলোনা ফুটবল ইতিহাসে অবিস্মরণীয় নাম হয়ে থাকবে কিংবদন্তি জন্ম দেওয়ার জন্য। ইয়োহান ক্রুইফ, হিস্ট্রো স্টইচকভ, কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, রোনালদিনহো, লিওনেল মেসিদের মতো তারকাদের আঁতুড়ঘর বলা যায় বার্সেলোনাকে।  

এছাড়া ক্যাম্প ন্যুয়ে খেলেছেন দিয়েগো ম্যারাডোনা, রোমারিও, প্যাট্রিক ক্লুইভার্ট, রোনালদো, রিভালদো, লুইস ফিগো, পেপ গার্দিওলা, স্যামুয়েল ইতো, ডেকো, নেইমারদের মতো তারকারা।

বর্তমানে বার্সেলোনার অধিনায়ক হিসেবে আছেন মেসি এবং প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তেমেউ। কোচ আরনেস্তো ভালভার্দের অধীনে আছেন লু্ইস সুয়ারেজ, আঁতোয়া গ্রিজম্যান, সার্জি রবার্তো, ইভান রাকিতিচের মতো ফুটবলাররা।  

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।