ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

ইনজুরিতে বছর শেষ লিভারপুলের ফাবিনহোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
ইনজুরিতে বছর শেষ লিভারপুলের ফাবিনহোর ফাবিনহো

চলতি বছর আর মাঠে দেখা যাবে না ফাবিনহোকে। লিভারপুলের ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে আগামী বছর অবধি থাকতে হবে মাঠের বাইরে। নাপোলির বিপক্ষে গোড়ালিতে চোট পেয়েছেন তিনি।

বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচটিতে ১৯ মিনিটের পর মাঠ ছাড়তে হয় ফাবিনহোকে। সেই ম্যাচে রেড ডেভিলসরা ১-১ গোলে ড্র করে নাপোলির সঙ্গে।

লিভারপুল জানিয়েছে, ২৬ বছর বয়সী ফাবিনহোর ‘গোড়ালির লিগামেন্টে চোট’ হয়েছে এবং তাকে ‘আগামী বছর অবধি’ মাঠের বাইরে থাকতে হবে।

রেড ডেভিলস কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘ফাবিনহোর মতো একজন দক্ষ খেলোয়াড়কে হারানো আমাদের জন্য বড় ক্ষতি। এটা খুবই খারাপ সংবাদ। যদিও আমরা এখন ১০০ শতাংশ নিশ্চিত নই তবে সে ক্রিসমাসে ফিক্সচারে থাকছে না। ’

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।