ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠেই হারলো চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
ঘরের মাঠেই হারলো চেলসি ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে চেলসি। ঘরের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে হেরেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা। আতিথ্য নেওয়া ওয়েস্ট হ্যাম জিতেছে ১-০ গোলে।

এর আগে লিগে দারুণ শুরু করেছিল ব্লুজরা। টানা ৬ ম্যাচ জেতার পর লিগের আগের ম্যাচে এসে খেই হারিয়ে ফেলে চেলসি।

ম্যানচেস্টার সিটির মাঠে ২-১ গোলে হেরে বসা দলটি সবশেষ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভ্যালেন্সিয়ার মাঠে ২-২ গোলে ড্র করে এসেছে। ফলে, সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে টানা তিন ম্যাচ জয় শূন্য চেলসি।

ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে লিড নেয় ওয়েস্ট হ্যাম। ম্যাচের ৪৮ মিনিটের মাথায় ইংলিশ ডিফেন্ডার অ্যারন ক্রেসওয়েল গোলটি করেন। আতিথ্য নেওয়ার দলটি এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।

১৪ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। সমান ম্যাচে ১৩ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে সিটির সমান পয়েন্ট নিয়ে তিনে লিচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।