ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আলিসনের লাল কার্ড, ডাইকের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
আলিসনের লাল কার্ড, ডাইকের জোড়া গোল ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকটি জয় তুলে নিয়েছে লিভারপুল। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে জার্গেন ক্লপের শিষ্যরা পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে। নিজেদের মাঠে ব্রাইটনকে ২-১ গোলে হারায় লিভারপুল।

অ্যানফিল্ডে লিভারপুলের জার্সিতে দুটি গোলই করেন উয়েফা বর্ষসেরা ফুটবলার ভার্জিল ফন ডাইক। ম্যাচের ৭৬ মিনিটের মাথায় বোকার মতো কাণ্ড করে সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন।

ম্যাচের ১৮তম মিনিটে ডাইকের গোলে লিড নেয় লিভারপুল। ডি-বক্সের বাইরে থেকে অ্যালেকজান্ডার-আর্নল্ডের ফ্রি-কিকে বল পান ডাইক। দারুণ এক হেডে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন তিনি। ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

২৪ মিনিটের মাথায় আবারও গোল করেন ডাচ ডিফেন্ডার ফন ডাইক। এবারও বলের যোগানদাতা অ্যালেকজান্ডার।

৭৬তম মিনিটে ডি-বক্সের বাইরে হাত দিয়ে বল ঠেকানোয় আলিসনকে লাল কার্ড দেখান রেফারি। বদলি গোলরক্ষক আদ্রিয়ান লুইস ডাঙ্কের নিচু শট রুখে দিতে পারেননি। ২-১ এ ব্যবধান কমায় ব্রাইটন। ম্যাচের বাকিটা সময়ে আর কোনো দল গোল পায়নি।

লিগে এ নিয়ে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুল। ১৪ ম্যাচে ১৩ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে সিটির সমান পয়েন্ট নিয়ে তিনে লিচেস্টার সিটি। ১৪ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।

বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।