এদিকে দলের রেকর্ডের ম্যাচে ব্যক্তিগত সাফল্যও পেলেন লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ। কোচ হিসেবে এদিন প্রিমিয়ার লিগে নিজের শততম জয় তুলে নিলেন তিনি।
বুধবার ঘরের মাঠ অ্যানফিল্ডে একই শহরের ক্লাব এভারটনকে আতিথেয়তা জানায় লিভারপুল। যেখানে প্রথমার্ধেই ৬ গোলের রোমাঞ্চ পায় স্টেডিয়াম ভর্তি দর্শক। লিভারেপুলের গোল ছিল ৪টি, আর এভারটনের দুটি।
দলের সেরা তারকা মোহামেদ সালাহ ও রবার্তো ফিরমিনোকে বেঞ্চেই বসিয়েই খেলা শুরু করে লিভারপুল। তবে তাদের অভাব বুঝতে দেননি ডিভোগ ওরিগি ও সাদিও মানেরা। ম্যাচের ৬ মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন ওরিগি। আর ১৭ মিনিটে জাদরান শাকিরি চলমান মৌসুমে নিজের প্রথম গোল করলে ব্যবধান দ্বিগুণ হয় স্বাগতিকদের।
২১ মিনিটে মাইকেল কিয়েনের গোলে ব্যবধান কমায় এভারটন। কিন্তু ৩১ মিনিটে ওরিগি নিজের জোড়া গোল পূর্ণ করলে আরও এগিয়ে যায় লিভারপুল। সেই সঙ্গে প্রথমার্ধের শেষ মিনিটে মানের গোলে বড় জয়ের সম্ভাবনাই জাগায় লিভারপুল। তবে বিরতির আগে যোগ করা সময়ে এভারটনের রিচার্ডসন গোল করে খেলা জমিয়ে তোলেন।
দ্বিতীয়ার্ধে অবশ্য লিভারপুল একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে। যদিও এভারটনের কড়া ডিফেন্সের কাছে গোলের দেখা পাচ্ছিল না। তবে ম্যাচেও আর ফিরতে পারছিল না সফরকারী দলটি। উল্টো খেলার নির্ধারিত সময়ের শেষ মিনিটে জিওর্জিও ভাইনালডাম গোল করলে লিভারপুল ৫-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।
১৫ ম্যাচে ১৪ জয় ও এক ড্র’তে ৪৩ পয়েন্ট নিয়ে লিগে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল লিভারপুল। দ্বিতীয়স্থানে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৩৫। আর গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমএমএস