ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

সেরা গোলরক্ষক হওয়ার পেছনে মেসির অবদান দেখেন আলিসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
সেরা গোলরক্ষক হওয়ার পেছনে মেসির অবদান দেখেন আলিসন আলিসন ও মেসি/ছবি: সংগৃহীত

ক্লাব ও জাতীয় দলের জার্সিতে অনেকবারই লিওনেল মেসির মুখোমুখি হয়েছেন আলিসন বেকার। আর এটা তার শীর্ষ পর্যায়ে ভালো করার ক্ষেত্রে অনেক কাজে লেগেছে বলে স্বীকার করলেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার।

চলতি সপ্তাহে ব্যালন ডি’অর পুরস্কারের মঞ্চে মেসি ও আলিসন দুজনেই সম্মান অর্জন করেছেন। যেখানে রেকর্ড ষষ্ঠবারের মতো বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি'অর ঘরে তুলেছেন বার্সা অধিনায়ক আর বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার ‘ইয়াশিন ট্রফি’ ঝুলিতে পুরেছেন আলিসন।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন মেসি ও আলিসন। সেবার প্রথম লেগে পিছিয়ে থেকেও অ্যানফিল্ডের দ্বিতীয় লেগে অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর গল্প লিখে ফাইনালে পা রাখে ‘অল রেডস’রা। কিন্তু অমন জয় সত্ত্বেও মেসি কিংবা তার পর্যায়ের খেলোয়াড়দের কারণেই নিজের খেলায় উন্নতি সম্ভব হয়েছে বলে জানালেন আলিসন।

‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া এক সাক্ষাৎকারে আলিসন বলেন, ‘যখন আমরা বিশ্বের সেরা খেলোয়াড়ের সঙ্গে কিংবা বিপক্ষে খেলি, আমরা শুধুই উন্নতি করতে পারি এবং মেসি আমাকে (আমার খেলার উন্নতির ব্যাপারে) অনেক সাহায্য করেছে! তার বিপক্ষে খেলার সময়, আমি আমার সেরা কিছু ফুটবলীয় মুহূর্তের অভিজ্ঞতা পেয়েছি। ’

মেসি ছাড়াও নিজের খেলায় উন্নতির পেছনে ম্যানচেস্টার সিটির স্বদেশী গোলরক্ষক এদারসনের ভূমিকাও দেখছেন আলিসন, ‘আমরা সবসময় সেরা হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হই। কিন্তু আমার ভাগ্য ভালো যে, তাকে আমি বড় ভাই হিসেবে পেয়েছি। আমি তাকে কখনোই প্রতিযোগী হিসেবে দেখি না। সে বরং আমার সমর্থক। সে আমার জীবনে কতটা মানে রাখে তা আমি অনেক সময় এটা ভাষায় প্রকাশ করতে পারি না। ’

নিজের ক্যারিয়ারের উন্নতির পেছনে আরও ভালো করার প্রতিযোগিতাকে বেশ গুরুত্বের সঙ্গে দেখেন বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষক, ‘আমার ক্যারিয়ারে সবসময় কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে। আমার বিশ্বাস, ঈশ্বর আমার পথে এই দুর্দান্ত খেলোয়াড়দের পাঠিয়েছেন যাতে আমি প্রতিদিন আরও ভালো করতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।