ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কমলো নিষেধাজ্ঞা, দলবদলের বাজারে ফিরছে চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
কমলো নিষেধাজ্ঞা, দলবদলের বাজারে ফিরছে চেলসি .

দলবদলে অনিয়মের অভিযোগে এক মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছিল চেলসি। ফলে গত দুই দলবদলের বাজারে দর্শক হয়ে কাটাতে হয়েছে দলটিকে। কিন্তু সেই নিষেধাজ্ঞা এবার কমানো হয়েছে। কমেছে জরিমানার অঙ্কও।

আন্তর্জাতিক ক্রীড়া আদালতের এক রায়ের ফলে মুক্তি মিলেছে চেলসির। ফলে আগামী জানুয়ারির দলবদলের বাজারে ফের ক্রেতা হিসেবে হাজির হতে পারবেন নতুন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

তরুণ ফুটবলারদের সঙ্গে চুক্তি করার ক্ষেত্রে অনিয়মের আশ্রয় নিয়েছিল চেলসি। ফলে যে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছিল তাতে মৌসুমের শেষে দলের সবচেয়ে বড় তারকা ইডেন হ্যাজার্ড রিয়াল মাদ্রিদে পাড়ি জমালেও তার শূন্যস্থান পূরণ করা সম্ভব হয়নি। এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলছে।  

শুধু নিষেধাজ্ঞাই নয়, চেলসির জরিমানাও ৫ লাখ ৪৬ হাজার ইউরো থেকে কমিয়ে ২ লাখ ৭৩ হাজার ইউরোয় নামিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।