ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মাগুরা মীর তৈয়ব স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন যশোর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
মাগুরা মীর তৈয়ব স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন যশোর ছবি:বাংলানিউজ

মাগুরা সদরের আলোকদিয়া স্কুল মাঠে শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল মীর তৈয়ব আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। ফাইনালে যশোর রাহুল স্মৃতি সংসদ টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে ঢাকা ফুটবল ক্লাব একাদশকে পরাজিত করে চ্যম্পিয়ন হয়।

নির্ধারিত সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণে চরম উত্তেজনাপুর্ণ এ ফাইনাল খেলায় উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। পরে টাইব্রেকারে যশোর রাহুল স্মৃতি সংসদ ৫-৪ গোলের ব্যবধানে ঢাকা ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্ট কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান মীর রওনক হোসেনের সভাপতিত্বে ফাইনাল খেলা শেষে অংশগ্রহণকারী দুটি দলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি ছিলেন-যথাক্রমে জেলা প্রশাসক আশরাফুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা জেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল।

এ মাসের শুরুতে ৮টি ফুটবল দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।