অনেক আলোচনার জন্ম দিয়ে ২০১৭ মৌসুমে বার্সা থেকে প্যারিস সেন্ট জার্মেইয়ে পাড়ি দেন নেইমার। তখন বিভিন্ন মিডিয়ায় বলা হয়েছিল মেসির ফোকাস থেকে বেরিয়ে ব্যালন ডি’অর জেতার জন্যই প্যারিসে পা রাখেন এই ব্রাজিলিয়ান তারকা।
এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি ছেড়েছিলাম, কারণ আমি নতুন একটা লক্ষ্য চেয়েছিলাম। এটা মেসির সঙ্গে একই দলে খেলি বলে ব্যালন ডি’অর জিতবো না ব্যাপারটি তেমন না। ’
‘সে (মেসি) আমার দেখা সেরা একজন ফুটবলার। সে ষষ্ঠবার ব্যালন ডি’অর জিতেছে দেখে আমি একদম বিস্মিত হইনি। আসলে একটা ব্যালন ডি’অর হওয়া উচিৎ শুধু তারই জন্য। আমি সবসময় মেসিকে ভালোবাসি। ’
এদিকে গত মৌসুমে ইউরোপের ফুটবল পাড়ায় গুঞ্জনে ভারী হয়ে উঠেছিল, পিএসজি ছেড়ে ফের বার্সা পাড়ি দিচ্ছেন নেইমার। এমনকি কাতালানদের হয়ে খেলতে নিজের অর্থও খরচ করতে রাজি ছিলেন তিনি। তবে এবার জানিয়ে দিলেন, নিকট ভবিষ্যতে ফ্রেঞ্চ জায়ান্টদের ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। তিনি পিএসজির হয়ে শিরোপা জয়ের ব্যাপারেই ফোকাস করছেন।
ফ্রান্স ফুটবলকে নেইমার বলেন, ‘কেন আমি পিএসজি ছাড়বো? এখন আমি প্যারিসিয়ান এবং আমি এখানে শতভাগ দিতে চাই। মাঠে সর্বোচ্চটা দিয়েই আমি পিএসজির হয়ে শিরোপা জিততে চাই। আমি কখনো কাউকে কষ্ট দিতে চাইনি। তবে আমি মনে করি, তুমি যদি সুখি না হতে পারো তবে তোমাকে চলে যেতে হবে। ’
নেইমার অবশ্য নিজের ভবিষ্যৎ গোল ঠিক করে রেখেছেন। যেখানে চ্যাম্পিয়নস লিগ, দেশের হয়ে বিশ্বকাপ ও ব্যালন ডি’অরের মতো পুরস্কারও ঘরে তুলতে চান।
নেইমার যোগ করেন, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। তবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতাটাই আমার সবচেয়ে বড় ইচ্ছে। আমি ব্যালন ডি’অরও জিততে চাই, তবে এটা আমার মাথাব্যথার কোনো কারণ না। এটা এমনিতেই আসবে, অন্যথায় না। ’
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এমএমএস