ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শীর্ষে রামোস, দুইয়ে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
শীর্ষে রামোস, দুইয়ে মেসি ছবি: সংগৃহীত

গোলশূন্য এল ক্লাসিকোর ম্যাচে নতুন রেকর্ডের চূড়ায় উঠেছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ তারকা সার্জিও রামোস। সর্বোচ্চ এল ক্লাসিকোর ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন রিয়ালের অধিনায়ক রামোস। একই ম্যাচে বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি ছুঁয়েছেন ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজকে।

এতোদিন জাভি-রামোস দুজনই খেলেছিলেন ৪২টি করে এল ক্লাসিকো। গত রাতে বার্সার সাবেক তারকা জাভিকে টপকে যান রামোস।

এককভাবে শীর্ষে উঠা এই রিয়াল তারকার নামের পাশে এখন ৪৩টি এল ক্লাসিকো।

৪২টি করে এল ক্লাসিকো খেলেছেন বার্সার জাভি, রিয়ালের ম্যানুয়েল সাঞ্চিস, রিয়ালের ফ্রান্সিসকো জেন্টো। মেসি ছুঁয়েছেন তাদের। গত রাতের ম্যাচটি মেসির জন্য ছিল ৪২তম এল ক্লাসিকো। ৩৯টি এল ক্লাসিকো খেলে মেসিদের পরে আছেন বার্সার আরেক সাবেক তারকা আন্দ্রেস ইনিয়েস্তা।

মেসি ৪২ এল ক্লাসিকোর মধ্যে ২৬টি ম্যাচ খেলেছেন স্প্যানিশ ঘরোয়া লিগে (লা লিগা), ৮টি খেলেছেন কোপা দেল রে’তে, ৬টি খেলেছেন স্প্যানিশ সুপার কাপে আর দুটি খেলেছেন চ্যাম্পিয়নস লিগে। ৪২ এল ক্লাসিকোতে মেসি করেছেন সর্বোচ্চ ২৬ গোল। এর মধ্যে লা লিগায় ১৮টি, সুপার কাপে ৬টি আর চ্যাম্পিয়নস লিগে দুটি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।