বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে মুখোমুখি হয় সাইফ-রহমতগঞ্জ। ম্যাচের শুরু থেকে আক্রমণের ধারা ধরে রেখে গোলের চেষ্টা করে যায় দু’দল।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে রহমতগঞ্জ শিবিরে আক্রমণ চালায় জামাল ভূঁইয়ারা। ৫০তম মিনিটে আক্রমণভাগের ব্যর্থতায় গোলের দেখা পায়নি সাইফ। এর পরের মিনিটে কাউন্টার-অ্যাটাকে চালায় রহমতগঞ্জ।
৫৫তম মিনিটে ফের সাইফের আক্রমণের রুখে দেয় সৈয়দ গোলাম জিলানীর শিষ্যরা। ৬৪ মিনিটে ভাগ্য সহায় না হওয়ায় গোলের সুযোগ হাত ফস্কে যায় রহমতগঞ্জের। রহমতগঞ্জের অধিনায়ক গাম্বিয়ান ফরোয়ার্ড মোমোদোর বাহ’র নিচু শট ফিরে আসে সাইফের গোলপোস্টে লেগে। এর পরের মিনিটে কাউন্টার-অ্যাটাকে গিয়ে গোলের সুযোগ সৃষ্টি করে জামাল ভূঁইয়ারা। কিন্তু এবারও তাদের ব্যর্থ হতে হয়।
গোলের জন্য মরিয়া মোহাম্মদ নিজামের শিষ্যরা শেষ সুযোগ পায় ম্যাচের অন্তিম মুহূর্তে। যোগ করা সময়ের প্রথম মিনিটে দুর্দান্ত আক্রমণে ওঠে সাইফ। এবার ভাগ্যগুণে রক্ষা পায় রহমতগঞ্জ। বল ফিরে আসে তাদের গোল লাইন থেকে। বাকি সময়টা গোলের দেখা না পাওয়ায় শেষ পযর্ন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন রহমতগঞ্জের তাজিক ডিফেন্ডার আসোরভ।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
ইউবি/এমএইচএম