ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফুটবল

এবারও ফিফা'র বর্ষসেরা দল বেলজিয়াম, তৃতীয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এবারও ফিফা'র বর্ষসেরা দল বেলজিয়াম, তৃতীয় ব্রাজিল .

টানা দ্বিতীয়বারের মতো ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করলো বেলজিয়াম। আর আগের মতোই তিনে আছে ব্রাজিল। তবে নতুন র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার।

চলতি বছর ১০টি আন্তর্জাতিক ‘এ’ ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে বেলজিয়াম। দুর্দান্ত সব জয়ে ২০২০ ইউরোর মূল পর্বেও জায়গা করে নিয়েছে রবার্তো মার্তিনেসের দল।

বছরব্যাপী জয়োৎসবের ফলে মিলেছে বছর শেষে শীর্ষস্থান নিশ্চিতের মাধ্যমে।

এদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স দ্বিতীয় স্থানে থেকেই বছর শেষ করেছে। ব্রাজিল তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ আর উরুগুয়ে আছে পঞ্চম স্থানে। শীর্ষ দশের বাকি দলগুলো হল- বিশ্বকাপ রানার্স-আপ ক্রোয়েশিয়া, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা এবং কলম্বিয়া।

র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় চমক কাতার। ২০১৯ সালে মধ্যপ্রাচ্যের দেশটি ১৩৮ পয়েন্ট অর্জন করেছে। ফেব্রুয়ারিতে দলটি এশিয়ান কাপ জিতে র‍্যাংকিংয়ে ৩৮ ধাপ এগিয়েছিল। এটাই চলতি বছরের র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফ। পরের দুই স্থানে আছে আলজেরিয়া (৩২) ও জাপান (২২)।

বছর শেষের র‍্যাংকিংয়ে বাংলাদেশের জন্য কোনো সুসংবাদ নেই। কারণ ১৮৭তম স্থানে থেকেই বছর শেষ করলো জেমি ডে’র শিষ্যরা।  

আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন দশকের প্রথম র‍্যাংকিং প্রকাশিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।