এভারটনের দায়িত্ব নিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আনচেলত্তি। নিজের অফিসিয়াল টুইটারে ৬০ বছর বয়সী কোচ লিখেন, ‘এভারটন এফসি’তে যোগ দিতে যাওয়ার খবরটি জানানোর জন্য আমি খুবই উত্তেজিত।
দুই যুগের ক্যারিয়ারে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রত্যেকটিতে কোচিংয়ের অভিজ্ঞতা আছে আনচেলত্তির। তাও আবার প্রতিটি লিগের শীর্ষ ক্লাবগুলোতে দায়িত্ব পালন করেছেন তিনি। সিরি’আ লিগে জুভেন্টাস, এসি মিলান ও নাপোলি, ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি, ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি, লা লিগায় রিয়াল মাদ্রিদ এবং বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ।
ডিসেম্বরের শুরুতে নাপোলি থেকে বরখাস্ত হোন আনচেলত্তি। অন্যদিকে গত ০৬ ডিসেম্বর এভারটন থেকে চাকরিচ্যুত হোন মার্কো সিলভা। পর্তুগিজ কোচের পরিবর্তে মইস কিন-রিচার্লিসন-জর্ডান পিকফোর্ডদের দায়িত্ব আনচেলত্তির হাতে তুলে দিয়েছে গুডিসন পার্কের কর্মকর্তারা।
আনচেলত্তি তিনবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। চেলসি থেকে বরখাস্ত হওয়ার সাড়ে আট বছর পর এবারই তিনি ইংলিশ ফুটবলে ফিরলেন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
ইউবি