ইতোমধ্যে ফুটবল বিশ্ব জেনে গেছে, মইস কিন-রিচার্লিসন-জর্ডান পিকফোর্ডদের দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। হয়তো আগামী ম্যাচেই এভারটনের ডাগআউটে দাঁড়াবেন এই ইতালিয়ান কোচ।
অন্যদিকে আর্সেনালও মাঠে নামে তাদের অন্তর্বর্তীকালীন কোচ ফ্রেডি লুজেনবার্গের অধীনে। অবশ্য এমিরেটসে সুইডিশ কোচের মেয়াদও শেষ পর্যায়ে। কারণ ইতোমধ্যে প্রধান কোচ হিসেবে তাদের সাবেক মিডফিল্ডার মাইকেল আর্তেতাকে নিয়োগ দিয়েছে গানাররা।
উমাই এমেরি বরখাস্ত হওয়ার পর আর্সেনালের দায়িত্ব নেন তাদের সাবেক উইঙ্গার লুজেনবার্গ। কিন্তু তার অধীনেও পথ খুঁজে পায়নি গানাররা। এভারটনের বিপক্ষে ড্র করে আবারও টানা তিন ম্যাচে জয় বঞ্চিত থাকলো ডেভিড লু্ইস-পিয়েরে এমেরিক-অউবামেয়াংরা।
এই ড্রয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ তালিয়ায় ৯ম স্থানে থাকে বড় দিনের ছুটিতে যাচ্ছে আর্সেনাল। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে এভারটন। দুই দলই নিজেদের পরের ম্যাচ খেলবে ২৬ ডিসেম্বর।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
ইউবি