সম্প্রতি ‘ফ্রান্স ফুটবল’র সঙ্গে এক সাক্ষাৎকারে এমবাপ্পে নিজের ব্যালন ডি’অর জেতার স্বপ্ন নিয়ে কথা বলেন। গত মৌসুমে ইনজুরির কারণে নেইমার জুনিয়র ছিটকে যাওয়ায় দলের আক্রমণভাগের প্রাণ ছিলেন তিনি।
মেসির সঙ্গে সেরার লড়াইয়ে হেরে যাওয়া নিয়ে এমবাপ্পে বলেন, “আমি ট্রফিটা জিততে চেয়েছিলাম, কিন্তু সেখানে মেসি ছিল। আমি দুই গোল করলে, সে করতো তিন গোল। আমি তিন গোল করলে, সে করতো চার গোল। এটা এতটাই অবিশ্বাস্য মনে হতো যে, আমি এটা নিয়ে দেম্বেলের সঙ্গে কথা বলি, ‘এটা হতে পারে না, সে (মেসি) কি এটা কোনো উদ্দেশ্য নিয়ে করছে? আমার গোল করার দিকে কি নজর রাখছে?”
"দেম্বেলের স্পষ্ট জবাব ছিল, 'অবশ্যই সে (মেসি) নজর রাখছে। আমি ভেবেছিলাম মেসি আমার দিকে নজর দিচ্ছে...' এটা অবশ্যই আত্মতৃপ্তির ব্যাপার যে, তার মতো একজন খেলোয়াড় আমার দিকে নজর রাখছে। ”
এমবাপ্পের হতাশ হওয়ার কিছু নেই, কারণ তার বয়স নিতান্তই কম। পরের বছর ফের মেসিকে ছাড়িয়ে সুযোগ আসবে তার সামনে। কার্যত ২১ বছর বয়সীর সামনে এখনও পুরো ক্যারিয়ার পড়ে আছে। অন্যদিকে ক্যারিয়ারের ইতি টানা থেকে মাত্র কয়েক বছর দূরত্বে আছেন মেসি।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
এমএইচএম