২০১৯ সালের ১ জানুয়ারি থেকে বায়ার্ন ও পোল্যান্ডের জাতীয় দলের জার্সিতে ৫৮ ম্যাচে ৫৪ গোল করেছেন লেভা। বছরের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মেসি।
এ বছর লেভা শীর্ষে থাকলেও ২০০৯ সালে এডিন জেকো এবং ২০১৭ সালে হ্যারি কেন ছাড়া গত এক দশক শীর্ষ গোলদাতার আসনটি ভাগাভাগি করে অলঙ্কৃত করেছিলেন মেসি ও রোনালদো।
লেভা ও মেসির পরে এ বছর সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে আছেন কিলিয়ান এমবাপ্পে। ৪৯ ম্যাচে ৪৪ গোল করেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড। ম্যানচেস্টার সিটি ও ইংল্যান্ডের জার্সিতে ৪১ গোল করে তালিকার চতুর্থ স্থানে আছেন রাহিম স্টার্লিং।
ইউরোপের বাইরে বছরের সর্বোচ্চ গোল করেছেন এরান জাহাবি। চীনের সুপার লিগের ক্লাব গুয়াংজুর এই ইসরায়েলি স্ট্রাইকার করেছেন ৪৪ গোল। পরের স্থানে আছেন যুক্তরাষ্ট্রের সকার লিগের ক্লাব লস অ্যাঞ্জেলসের মেক্সিকান উইঙ্গার কার্লোস ভেলা।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
ইউবি/এমএমএস