ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

অপরাজিত থেকে কোয়ার্টারে আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
অপরাজিত থেকে কোয়ার্টারে আবাহনী ছবি: শোয়েব মিথুন

আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে ফেডারেশন কাপের শেষ আটে পৌঁছেছে ঢাকা আবাহনী। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরামবাগকে ৫-১ গোলে হারিয়েছে নীল জার্সিধারীরা। টানা দুই ম্যাচে হেরে বিদায় নিলো আরামবাগ।

এর আগে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে বাংলাদেশ পুলিশ এফসিকে হারায় আবাহনী। আরামবাগ নিজেদের প্রথম ম্যাচে পুলিশ এফসির কাছে হেরেছিল ৩-১ গোলে।

ছবি: শোয়েব মিথুনবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার (২৬ ডিসেম্বর) ‘এ’ গ্রুপের ম্যাচে মাঠে নামে দুই দল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ম্যাচের নবম মিনিটেই লিড নেয়। প্রথমার্ধে সানডে চিজোবার গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন।

৫৫ মিনিটের মাথায় হেড করে দলকে ৩-০তে এগিয়ে নেন নাসিরউদ্দিন। পরের দুটি গোল করেন মামুনুল ইসলাম এবং ফয়সাল আহমেদ শীতল। ৮৩তম মিনিটে আরামবাগের একমাত্র গোলটি করেন মুরাদ হোসেন চৌধুরি। ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গত তিন আসরের চ্যাম্পিয়ন আবাহনী।

ছবি: শোয়েব মিথুনদুই ম্যাচে দুই জয়ে আবাহনীর পয়েন্ট ৬। একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট গ্রুপ রানার্সআপ পুলিশ এফসির। দুই ম্যাচে হারা আরামবাগের কোনো পয়েন্ট নেই।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।