ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

রাকিতিচের সঙ্গে কথা বলেন না বার্সা কোচ ভালভার্দে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
রাকিতিচের সঙ্গে কথা বলেন না বার্সা কোচ ভালভার্দে রাকিতিচ ও কোচ ভালভার্দে

ইভান রাকিতিচ স্বীকার করেছেন, তিতি এবং কোচ আরনেস্তো ভালভার্দে বার্সেলোনার ম্যাচ চলাকালীন কথা বলেন না।

ক্রোয়েশিয়ান মিডফিল্ডার আগেও একই অভিযোগ এনেছিলেন। সম্প্রতি তা নিয়ে আবার মুখ খুললেন তিনি।

ক্রোয়েশিয়ার দৈনিক ক্রীড়া পত্রিকা স্পোর্তস নভোস্তিকে ৩১ বছর বয়সী তারকা বলেন, ‘না, আমরা কথা বলি না। বলার মতো কিছুই নেই। আমি মনে করি সবকিছু পরিস্কার। ’

তিনি আরও বলেন, ‘আমার জন্য, ফুটবল উপভোগ করা গুরুত্বপূর্ণ। সকালে অনুশীলনে যেতে পেরে আমি খুশি এবং যতটুকু সম্ভব সবচেয়ে ভালো পদ্ধতিতে আমি পরের ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করি। পরিশেষে, কোচই সিদ্ধান্ত নেন কে খেলবে এবং কতটুকু। ’

বহুদিন আগে থেকে গুঞ্জন শোনা যাচ্ছে, ক্রোয়েশিয়ান মিডফিল্ডারকে বিক্রি করে দিতে পারে বার্সা। তার সম্ভাব্য ঠিকানা হিসেবে শোনা গিয়েছিল পিএসজি’র নাম। মাঝখানে সেই গুঞ্জন চাপা পড়ে গেলেও এখন ধীরে ধীরে তা আবার শুরু হয়েছে। চলতি মৌসুমের শুরুতে বেঞ্চে বসে কাটাতে হয়েছে রাকিতিচকে। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার শেষ সাত ম্যাচের ছয়টিতে মাঠে নেমেছেন তিনি।

হঠাৎ করে কি এমন পরিবর্তন হলো যে, রাকিতিচ পুনরায় ভালভার্দের একাদশে সুযোগ পাচ্ছেন? এমন প্রশ্নের জবাবে ক্রোয়াট তারকা বলেন, ‘আমি জানি না, গত কয়েক মাস, আমি প্রতিটি অনুশীলনে এবং মৌসুমের প্রতিটি ম্যাচের নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমি সুযোগের অপেক্ষা করছিলাম, এটা এলো এবং আমি সুবিধাটা নিতে চাই। ’

নিজের সম্পর্কে রাকিতিচ আরও বলেন, ‘আমার বয়স ৩১ বছর-এটাই ফুটবলের জন্য সেরা সময় এবং আমি খেলতে চাই। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ’

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।