বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বসুন্ধরা। দ্রুতই সাফল্যের দেখাও পায় বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।
বিরতির পর আক্রমণের গতি বাড়িয়ে দেয় বসুন্ধরা। তবে ব্যবধান বাড়ানো সম্ভব হচ্ছিল না। উল্টো ম্যাচের ৭৬তম মিনিটে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। বসুন্ধরার ডিফেন্সের ভুলে মুক্তিযোদ্ধার মেহেদী হাসান গোল করলে ম্যাচ সমতায় ফেরে।
বাকিটা সময় কেউই আর গোল করতে না পারলে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়েও কোনো দল গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে বসুন্ধরার জয়ের নায়ক গোলরক্ষক জিকো। মুক্তিযোদ্ধার প্রথম দুটি শট ফিরিয়ে দেন তিনি। অন্যদিকে বসুন্ধরার দুইশবেকভ, নিকোলাস, ফাহাদ ও অধিনায়ক কলিনদ্রেস গোল করে টাইব্রেকারে ৪-১ গোলের জয় এনে দেন।
আগামী ৩ জানুয়ারি ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ এফসির মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
আরএআর/এমএইচএম