ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সালাহকে হারিয়ে আফ্রিকান বর্ষসেরা ফুটবলার মানে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
সালাহকে হারিয়ে আফ্রিকান বর্ষসেরা ফুটবলার মানে সালাহকে হারিয়ে আফ্রিকান বর্ষসেরা ফুটবলার মানে

ক্যারিয়ারে প্রথমবারের মতো আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন সাদিও মানে। ২০১৯ সালে নিজ ক্লাব লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পাশাপাশি জাতীয় দল সেনেগালকে আফ্রিকান ন্যাশনস কাপের ফাইনালে নিয়ে যাওয়ার সুবাদেই সম্মানসূচক এই অ্যাওয়ার্ডটি ঘরে তুললেন তিনি।

এই পুরস্কার জিততে তারকা স্ট্রাইকার মানে পেছনে ফেলেন তারই লিভারপুল সতীর্থ মোহামেদ সালাহকে। মিশর ফরোয়ার্ড সালাহ অবশ্য টানা তিনবার আফ্রিকান বর্ষসেরা হওয়া থেকে বঞ্চিত হলেন।

এর আগে ২০১৭ ও ২০১৮ সালে তিনি মুকুটটি জিতেছিলেন।

এদিকে সেনেগালিস দ্বিতীয় ফুটবলার হিসেবে পুরস্কারটি নিজের করে নিলেন মানে। এর আগে এল হাদি দিওফ ২০০১ ও ২০০২ সালে পর পর দুবার অ্যাওয়ার্ডটি হাতে তুলেছিলেন।

বর্ষসেরা হতে মানে সর্বোচ্চ ৪৭৭ পয়েন্ট পান। দ্বিতীয় হওয়া সালাহ’র সংগ্রহে ছিল ৩২৫ পয়েন্ট। আর আলজেরিয়া ও ম্যানচেস্টার সিটি তারকা রিয়াদ মাহরেজ ২৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।