ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নোয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
নোয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধন ছবি: বাংলানিউজ

নোয়াখালী: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসক তন্ময় দাস বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তন্ময় দাস।

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যৌতি খীসা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হুমায়ূন কবির প্রমুখ।  

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল আলম, জেলা পিটিআইয়ের সুপার বিপ্লব চন্দ্র দাস, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জসিম উদ্দিন শেখ, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন প্রমুখ।

উদ্বোধনী খেলায় ছেলেদের গ্রুপে  কবিরহাট উপজেলা দল ২-০ গোলে সোনাইমুড়ী উপজেলা দলকে এবং মেয়েদের গ্রুপে সোনাইমুড়ী উপজেলা দল ২-১ গোলে কবিরহাট উপজেলা দলকে পরাজিত করে।  

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।