সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলটি করেন মদ্রিচ। ৬৫তম মিনিটে লুকা জোভিচের পাসে বল পেয়ে প্রতিপক্ষের গোলরক্ষক জাউমে দোমেনেখকে পরাস্ত করেন তিনি।
স্বদেশি ক্লাব দিনামো জাগরেবে পেশাদারি ক্যারিয়ার শুরু করা মদ্রিচ সেখানে ৩৩টি গোল করেছিলেন। পরে ইন্টার জাপ্রেসিসের হয়ে ৪টি ও জ্রিসস্কির করেন ৮টি গোল। ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যামের হয়ে করেন ১৭টি গোল। আর বর্তমান ক্লাব রিয়ালের হয়ে করেছেন ২২ গোল। জাতীয় দল ক্রোয়েশিয়ার হয়ে ১৬টি গোল করেছেন মদ্রিচ।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমএমএস