কিন্তু ভ্যালেন্সিয়ার বিপক্ষে একি করল বার্সা। একেবারে ২-০তে পরাজয়।
রোববার রাতে রিয়াল ভায়াদোলিদের মাঠে সফর করবে রিয়াল মাদ্রিদ। আর এ ম্যাচ জিতে বার্সা থেকে মৌসুমে প্রথমবার তিন পয়েন্ট এগিয়ে জেতে মুখিয়ে রয়েছে লা গ্যালাকটিকোরা। তবে ড্র করলেও সিংহাসনে বসতে পারবে ঐতিহ্যবাহী দলটি।
সর্বশেষ রিয়াল ১৯ অক্টোবর পাকাপাকিভাবে লা লিগার শীর্ষে ছিল। কিন্তু রিয়াল মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে হেরে ফের বার্সাকে শীর্ষে বসিয়ে দিয়েছিল। তবে এরপর থেকে জিদান শিষ্যরা আর হারেনি। টানা ১১ ম্যাচে অপরাজিত দলটি।
বর্তমানে ২১ ম্যাচে ১৩ জয়, ৪ ড্র ও সমান হারে ৪৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সা। এক ম্যাচ কম খেলে ১২ জয়, ৭ ড্র ও এক হারে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল। তাই রিয়ালের শীর্ষে ওঠাটা এখন কেবল সময়ের ব্যাপার।
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
এমএমএস