মার্কোস রোহো
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসার নাম ছিলেন মার্কোস রোহো। লিওনেল মেসি-হাভিয়ের মাশ্চেরানোদের সঙ্গে অসাধারণ বোঝাপড়ায় লা আলবিসেলেস্তেদের নিয়ে গিয়েছিলেন ফাইনালে। মারাকানায় আকাশী-নীলরা জার্মানদের হাতে শিরোপা স্বপ্ন বিসর্জন দিলেও ইউরোপ ফুটবলের চোখ নিজের দিকে ঘুরিয়ে নিয়েছিলেন রোহো।
সেই বছরই পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি ছেড়ে ১৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বিশ্বের অন্যতম ধনী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন তিনি। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসতে পারেননি বিশ্বকাপের ফর্মটা।
চোট ও ফর্মহীনতার কারণে হয়ে ওঠতে পারেননি রেড ডেভিলদের ভরসা। গত ছয় বছরে ইউনাইটেডের হয়ে রোহো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন মাত্র ৭৬ ম্যাচ।
যার মধ্যে চলতি মৌসুমে দলে এক প্রকার ব্রাত্য হয়ে পড়েছেন আর্জেন্টাইন সেন্টার-ব্যাক। তবে এবার ২৯ বছর বয়সী ডিফেন্ডারকে ফর্মে ফেরাতে নতুন এক রাস্তা খুঁজে নিয়েছে ওল্ড ট্রাফোর্ড কর্তৃপক্ষ। রোহোকে ধারে আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়েন্তেসে পাঠিয়েছে তারা।
২০১১ রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কোকে যোগ দেওয়ার আগে এস্তুদিয়েন্তেসের হয়ে পেশাদারি ফুটবল শুরু করেছিলেন রোহো।
বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
ইউবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।