ইউরোপীয় ফুটবল বন্ধ ঘোষণার পর পিএসজি ফরোয়ার্ড ক্লাবের অনুমতি নিয়েই দেশে ফিরেছেন। কিন্তু তার এখন ফ্রান্সে ফিরে যাওয়াই কঠিন মনে হচ্ছে।
এদিকে নেইমারের পথ ধরে ইউরোপ থেকে ব্রাজিলে ফিরেছেন আরেক পিএসজি তারকা থিয়াগো সিলভাও। তবে অনেকেই আবার ভিন্ন পথও অনুসরণ করেছেন। যেমন ফার্নান্দিনহো। এখনও স্পেনেই অবস্থান করছেন সেভিয়া তারকা।
'রেডিও সেভিয়া'কে ফার্নান্দিনহো বলেন, 'আমি ঘরে ফেরার ব্যাপারটা বাদ দিয়েছি কারণ আমি সেভিয়ায় আমার পরিবারের সঙ্গে নিরাপদ বোধ করছি। থিয়াগো সিলভা এবং নেইমার জানে না তারা আবার কবে ইউরোপে ফিরতে পারবে। কারণ আমার ধারণা কয়েক সপ্তাহ পর ব্রাজিলের অবস্থাও একই হবে। '
ইউরোপ থেকে ফেরার পর কোয়ারেন্টিন না মানায় নেইমারকে ধুয়ে দিচ্ছে ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো। দেশটির সংবাদমাধ্যম 'ও দিয়া'র এক রিপোর্ট অনুযায়ী, সপ্তাহান্তে একটি সুপারমার্কেটে দেখা গেছে বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারকে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এমএইচএম