...
অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। করোনা ভাইরাসের কারণে পেছানো হয়েছে এই নির্বাচন। শুক্রবার নির্বাহী কমিটির কর্মকর্তাদের কাছ থেকে জরুরি ভিত্তিতে নির্বাচন নিয়ে মতামত নিয়ে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন এই সিদ্ধান্ত নেন।
বাফুফে ভবনে জরুরি সভা হওয়ার কথা ছিল। কিন্তু সভায় না বসে বাফুফে সভাপতি সবার কাছ থেকে মতামত নিয়েই এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা নির্বাচন পেছানোর জন্য ফিফাকে চিঠি দেব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্বাচন করতে চাই না। দেখা যাক ফিফা কী উত্তর দেয়। আশা করি আগামী সপ্তাহে আমরা এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত পেয়ে যাব। ’
আগামী ২০ এপ্রিল বাফুফে নির্বাচনের দিন নির্ধারণ করে ০৩ এপ্রিল তফসিল ঘোষণার দিন ধার্্য্য করেছিল নির্বাচন কমিশন।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
আরএআর/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।