ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সায় ফিরতে চান জাভি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
বার্সায় ফিরতে চান জাভি জাভি হার্নাান্দেজ

প্রধান কোচ হয়ে বার্সেলোনায় ফিরতে চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাভি হার্নান্দেজ। রোববার (২৯ মার্চ) সকালে স্পেনের এক গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে এ স্বপ্নের কথা জানান সাবেক কাতালান মিডফিল্ডার।তবে সেই সঙ্গে জাভি ক্যাম্প ‍ন্যুয়ে তার শিষ্য হিসেবে চান নেইমার, জাদোন সাঞ্চো ও সের্গে নাব্রির মতো তারকাদের।

কাতারের ক্লাব আল-সাদের প্রধান কোচ ‘লা ভাংগুয়ারদিয়া’ নামের সেই গণমাধ্যমকে বলেন, ‘আমি পরিস্কার যে, আমি বার্সেলোনায় ফিরতে চাই, এ জন্য আমি খুব উতলাও। সম্ভবত বছর খানেক আগে আমি নিজেকে কিছু সম্মান দিতে পারতাম, কিন্তু এখন আমি নিজেকে কোচিংয়ে দেখতে চাই।

’ 

৪০ বছর বয়সী বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার আরও বলেন, ‘তবে আমি তাদেরকে এটা পরিস্কার করেছিলাম যে, শূন্য থেকে শুরু হওয়া একটি প্রকল্পে আমি নিজেকে দেখেছিলাম এবং সেসব সিদ্ধান্ত আমার নেওয়ার ছিল। ’ 

চলতি আসরের মাঝামাঝি আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে জাভিকে প্রধান কোচ করে ক্যাম্প ন্যুয়ে ফেরাতে চেয়েছিল বার্সা কর্তৃপক্ষ। কিন্তু আল-সাদের কথা মাথায় রেখে এবং কিছু ব্যক্তিগত কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। অবশ্য ভালভার্দে ঠিকই চাকরিচ্যুত হোন এবং ক্যাম্প ন্যুয়ে আসেন রিয়াল বেতিসের সাবেক কোচ কিকে সেঁতিয়েন।  

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।