ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনায় প্রাণ হারালেন সাবেক মার্শেই প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০২০
করোনায় প্রাণ হারালেন সাবেক মার্শেই প্রেসিডেন্ট পাপে দিউফ/ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে প্রাণ হারালেন অলিম্পিক মার্শেই'র সাবেক প্রেসিডেন্ট পাপে দিউফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। 

মঙ্গলবার তার মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি।

গত মঙ্গলবার সকালেই সেনেগালিজ বংশোদ্ভুত দিউফ করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছিল মার্শেই।

ওইদিনই তাকে সেনেগালের রাজধানী ডাকারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাবেক ক্রীড়া সাংবাদিক ও খেলোয়াড়দের প্রতিনিধি দিউফ ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত মার্শেই'র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার মেয়াদে ফরাসি লিগ ওয়ানে দুইবার রানার্স-আপ হয়েছিল মার্শেই। এছাড়া দু'বার ফ্রেঞ্চ কাপের ফাইনালেও খেলেছিল। তার বিদায়ের ঠিক পরের বছরই অবশ্য লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় দলটি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ১২৮ আর মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৫২৩। আর সবমিলিয়ে সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫৯ হাজার ৪৩৩ এবং মৃত্যুর সংখ্যা ৪২ হাজার ৩৩৯।  

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।