ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনা: নিজের বেতন কেটে রাখার প্রস্তাব ম্যারাডোনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২০
করোনা: নিজের বেতন কেটে রাখার প্রস্তাব ম্যারাডোনার দিয়েগো ম্যারাডোনা-ছবি: সংগৃহীত

করোনা ভাইরাস সংকটের কারণে বিশ্বের অধিকাংশ দেশের মতো আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলও স্থগিত হয়ে গেছে। স্বাভাবিকভাবেই ক্লাবগুলোর আয়ে এর বড় প্রভাব পড়েছে। অনেক ক্লাব খেলোয়াড় ও কর্মীদের বেতন দিতে গিয়ে হিমশিম খাচ্ছে।

এদিকে এমন পরিস্থিতিতে নিজ দেশের ক্লাব হিমনাসিয়া লা প্লাতা'র বিপদে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ক্লাবটির কোচ দিয়েগো ম্যারাডোনা। নিজেই ক্লাবের কাছে প্রাপ্য বেতন থেকে একটা অংশ কেটে নেওয়ার প্রস্তাব দিয়েছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

হিমনাসিয়া'র প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল পেলেগ্রিনো নিজেই এ কথা জানিয়েছেন।

হেড কোচ হিসেবে হিমনেসিয়ার সঙ্গে ম্যারাডোনার চুক্তির মেয়াদ শেষ হবে ৪ মাস পর। এর আগে বেতন কেটে নেওয়ার এই প্রস্তাব দিয়ে ক্লাব প্রেসিডেন্টের মন জিতে নিয়েছেন তিনি। পেলেগ্রিনো বলেন, 'নিজের ব্যক্তিগত সহকারীর মাধ্যমে তিনি (ম্যারাডোনা) জানিয়েছেন, প্রয়োজনে বেতন কম নিতে চান। এটা থেকে বোঝা যায় অর্থ নয়, এই পরিস্থিতিতে কীভাবে হিমনাসিয়াকে সহায়তা করা যায় সেটাই ভাবছেন তিনি। '

গত সেপ্টেম্বরে লিগের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা হিমনাসিয়ার হেড কোচের দায়িত্ব নেন ম্যারাডোনা। তবে দুই মাস না যেতেই ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে ঝামেলার কারণে পদত্যাগ করেছিলেন তিনি। পরে অবশ্য সমর্থকদের দাবি মেনে ফের দায়িত্ব কাঁধে তুলে নেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।