সম্প্রতি অনুশীলনে ফেরে কোলন। পরে এই সপ্তাহে ক্লাবের প্রত্যেককে টেস্ট করানো হয়।
কোলনের এক অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, তিন জন করোনায় পজিটিভ হয়েছে, যদিও কারও মাঝেই উপসর্গ ছিল না। তবে পরীক্ষা করার পর আক্রান্তের ব্যাপারটি জানা যায়। তাদের এখন ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
ক্লাবটি অবশ্য আক্রান্ত কারও নাম প্রকাশ করেনি। তবে এমন পরিস্থিতির পরও দলটি জানায়, পরিকল্পনা অনুযায়ী তারা অনুশীলন চালিয়ে যাবে।
এদিকে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ক্রিস্তিয়ান সেইফার্ট জানিয়েছেন, দর্শকশূন্য স্টেডিয়ামে লিগ শুরু করতে প্রস্তুত তারা। এর জন্য আগামী ৯ মে সম্ভাব্য তারিখও দেওয়া হয়েছে। তবে জার্মানি সরকার থেকে জানানো হয়েছে, দেশের ফুটবল কখন, কীভাবে ফিরবে সে বিষয়ে আগামী ৬ মে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মে ০২, ২০২০
এমএমএস