ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘গার্দিওলার পর মেসি সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, মে ৯, ২০২০
‘গার্দিওলার পর মেসি সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি’ মেসি ও গার্দিওলা

এক সময় বার্সেলোনায় লিওনেল মেসি ও পেপ গার্দিওলা যেন সমর্থক শব্দ ছিলেন। কেননা গার্দিওলার কোচিং ও মেসি জাদুকরি পারফরম্যান্সে কাতালান জায়ান্টরা প্রায় সব শিরোপাই জিতেছিল। এই স্প্যানিশের অধীনেই মেসি টানা চারবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জেতেন।

তবে ২০১২ সালে গার্দিওলার ক্যাম্প ন্যু ছাড়ার পর মেসির পারফরম্যান্সে ভাটা পড়ে বলে মনে করেন ডাচ ফুটবল লিগের জায়ান্ট ক্লাব আয়াক্সের কোচ এরিক টেন হাগ।

গার্দিওলা ২০০৮ সালে বার্সা হেড কোচ হিসেবে যোগ দেওয়ার পর টানা চার মৌসুমে দলটি সাফল্যে ভাসে।

জিতে নেয় তিনটি লা লিগা, দুটি কোপা দেল ও দুটি চ্যাম্পিয়নস লিগ ট্রফিসহ অসংখ শিরোপা। এ সময় মেসিও নিজেকে সেরা হিসেবে উপস্থাপন করেন। ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত জিতে নেন চারটি বর্ষসেরার পুরস্কার।

বার্সায় গার্দিওলার শেষ মৌসুমেও আর্জেন্টাইন অধিনায়ক ছিলেন দুর্দান্ত। ২০১১-১২ মৌসুমে মাত্র ৩৭ লিগ ম্যাচে করে ৫০টি গোল।

তবে দুঃখের বিষয় গার্দিওলা বার্সা ছাড়ার পর দলটি এখন পর্যন্ত ৮ মৌসুমে মাত্র একটি চ্যাম্পিয়নস লিগ জিতেছে। যেখানে মেসি ব্যালন ডি’অর জিতেছেন দুবার। যদিও লা লিগার শিরোপা ঘরে তুলেছে ৫ বার।

এ প্রসঙ্গে টেন হাগ বলেন, ‘মেসি সেরা একজন নেতা, সে দলের জন্য খেলে ও ফলাফলে সে বিখ্যাত হয়। তবে গার্দিওরার যাওয়ার পর সে কখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেনি। ’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক বছরে বার্সা ইউরোপিয়ান শিরোপা জিততে পারেনি। যদিও মেসি এখনও সেরা। কিন্তু কখনো তাকে গড়পড়তা মনে হয়। গার্দিওলার পর আসলে সেভাবে নিজেকে সাজাতে পারেনি সে। পেপের সাহস আছে। তিনি অগ্রগামী ও উদ্ভাবনী কিছু করতে চান। ’

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ০৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।