ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ড্র করেও কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুন ১৩, ২০২০
ড্র করেও কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাস প্রতিপক্ষের বিপক্ষে বল দখলের লড়াইয়ে রোনালদো। ছবি: সংগৃহীত

সিরি’আ শুরুর আর মাত্র কয়েকটা দিন বাকি থাকলেও কোপা ইতালিয়া দিয়ে স্থগিত থাকা ইতালিয়ান ফুটবল ফের শুরু হয়েছে। আর প্রত্যাবর্তনের প্রথমদিনেই অ্যাওয়ে গোলের সুবাদে কোপা ইতালিয়ার ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। 

১৩ ‍ফেব্রুয়ারি, কোপা ইতালিয়ার শেষ চারের প্রথম লেগে এসি মিলানের মাঠ সান সিরোতে ১-১ ব্যবধানে ড্র করেছিল তুরিনের বুড়িরা। এবার ১২ জুন, দ্বিতীয় লেগে নিজেদের মাঠ তুরিনে গোলশূন্য ড্র করেছে মাউরিসিও সারির দল।

তবে অ্যাওয়ে গোল থাকায় ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস।  

‘ক্লোজড ডোর’ বা দর্শকশূন্য মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণের পসরা সাজালেও মিলানের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি সিরি’আ চ্যাম্পিয়নরা। অথচ বড় সুযোগ পেয়েছিল তারা। শুরুতেই মিলানের হ্যান্ডবলের সুবাদে পেনাল্টি পায় জুভেন্টাস। কিন্তু সেই সহজ সুযোগ নষ্ট করেন পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো।  

এরপর আরেকটি বড় ধাক্কা খায় মিলান। ম্যাচের ১৬তম মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে রোজোনেরিরা। জুভদের ব্রাজিলিয়ান ফুল-ব্যাক দানিলোকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিলানের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড আন্তে রেবিচ।

অবশ্য তাতেও জুভদের বিপক্ষে ঠিকই নিজেদের জাল অক্ষত রাখে স্তেফানো পিওলি’র দল। কিন্তু গোল করতে না পারায় ফাইনালটা নিশ্চিত করতে পারেনি মিলান।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুন ১৩, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।