ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আবারও বার্সা অধিনায়ক নির্বাচিত হলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
আবারও বার্সা অধিনায়ক নির্বাচিত হলেন মেসি বার্সেলোনার চার অধিনায়ক/ছবি: সংগৃহীত

নতুন মৌসুম শুরুর আগে ক্যাম্প ন্যু ছাড়ার সিদ্ধান জানিয়ে চমকে দিয়েছিলেন লিওনেল মেসি। বহু নাটকীয়তার পর সেই সিদ্ধান্ত বদলে থেকে যাচ্ছেন তিনি।

শুধু কি তাই, ফের একবার কাতালান জায়ান্টদের অধিনায়কত্বের বাহুবন্ধনি বাঁধতেও দেখা যাবে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সতীর্থদের ভোটে নতুন মৌসুমের জন্য অধিনায়ক নির্বাচিত হয়েছেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এমনটাই জানিয়েছে।

মেসির অবর্তমানে নেতৃত্বের দায়িত্ব থাকবে জেরার্ড পিকে, সার্জিও বুসকেতস এবং সার্জি রবের্তোর কাঁধে।

২০১৮ সালে ক্লাবের কিংবদন্তি স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ের পর থেকেই বার্সার নেতৃত্ব দিচ্ছেন মেসি।  

আগামী শনিবার জিমনাস্তিক দে তারাগোনার বিপক্ষে প্রীতি ম্যাচে কিছুক্ষণের জন্য নেতৃত্ব দিতে দেখা যাবে মেসিকে। বিষয়টি আজই মেসিকে জানিয়ে দিয়েছেন নতুন কোচ রোনাল্ড কোম্যান।

ক্যাম্প ন্যু ছাড়া নিয়ে ঝামেলার জেরে বাকিদের চেয়ে দেরিতে অনুশীলনে যোগ দেওয়ায় এখনও পুরোপুরি ফিট নন মেসি। তবে বাকিদের সঙ্গে খাপ খাইয়ে নিতে ছুটির দিনেও অনুশীলনে নেমেছিলেন তিনি। ফলে মৌসুম শুরুর আগে দুই প্রীতি ম্যাচেও দেখা যেতে পারে তাকে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।