লা লিগার নতুন মৌসুম শুরু হয়ে গেছে। তবে এখনও মাঠে নামা হয়নি বার্সেলোনার।
তার আগে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে এলচে’কে হারিয়ে হুয়ান গাম্পের ট্রফি জিতেছে রোনাল্ড কোম্যানের দল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই জর্দি আলবার পাস থেকে বার্সাকে এগিয়ে দেন আঁতোয়া গ্রিজম্যান।
তবে ম্যাচটিতে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হয়েছেন ফিলি্প্পে কুতিনহো। এক মৌসুম পর ক্যাম্প ন্যুয়ে ফিরে ৭৯ মিনিট পযর্ন্ত মাঠে থেকে সর্বোচ্চ পাঁচটি সুযোগ তৈরি করেন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।
২০১৯/২০ মৌসুমে কুতিনহো্কে ধারে বায়ার্ন মিউনিখে পাঠিয়েছিল কাতালানরা। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় গিয়ে প্রথমবারের মতো ট্রেবল জয়ের স্বাদ পেয়েছেন তিনি। পূর্ণ করেছেন চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সার বিপক্ষে বায়ার্নের ৮-২ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমে জোড়া গোলও করেন কুতিনহো।
তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফের বার্সায় ফিরেছেন ২৮ বছর বয়সী তারকা। এলচের বিপক্ষে ম্যাচের পর জানিয়েছেন, ক্যাম্প ন্যুকে কতটুকু মিস করেছেন তিনি। বার্সা টিভিকে কুতিনহো বলেন, ‘আমি খুবই খুশি। আমি এই স্টেডিয়ামে খেলা খুব মিস করেছি। ’
তিনি আরও বলেন, ‘ফেরার পর ক্যাম্প ন্যুয়ে প্রথম ম্যাচ খেললাম। আনুষ্ঠানিক প্রতিযোগিতা শুরু হবে এক সপ্তাহের মধ্যে। আমরা খুব কঠোর পরিশ্রম করছি এবং আমাদের মূল ফোকাস থাকবে নতুন মৌসুমে। আমি আবারও ক্যাম্প ন্যুয়ে খেলার জন্য সত্যিকারার্থে মুখিয়ে ছিলাম। আমি খুবই খুশি এবং নতুন মৌসুম শুরুর জন্য কঠোর পরিশ্রম করছি। খুব ভালো অনুভব করছি এবং আশা করছি বার্সা আমার ফেরাটা ভালো হবে। আমি অত্যন্ত অনুপ্রাণিত। ’
কুতিনহোর পারফরম্যান্সে উচ্ছ্বসিত ক্যাম্প ন্যুয়ের নতুন কোচ কোম্যানও। ডাচ কোচ বলেন, ‘আমরা তার (কুতিনহো) সেরাটাই দেখার আশা করছি। সে খুব কঠোর পরিশ্রম করছে এবং সে এমন এক খেলোয়াড় যে দলের জন্য বড়কিছু করতে পারে। ’
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
ইউবি/এমএমএস