রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দারুণ একটি কীর্তি গড়লেন জিনেদিন জিদান। নিজের দলের শেষ ম্যাচ ও রিয়াল বেতিসের বিপক্ষে জয়ে স্প্যানিশ ক্লাব ফুটবলের শীর্ষ লিগ লা লিগায় কোচ হিসেবে ১০০তম জয় উদযাপন করেছেন তিনি।
ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকা লিগে লস ব্লাঙ্কোসদের এখন পর্যন্ত ১৪৭ ম্যাচে কোচিং করিয়েছেন। যেখানে ঘরের মাঠে ৫৫টি জয় ও প্রতিপক্ষের মাঠে ৪৫টি জয় তুলে নিয়েছেন।
সেই ম্যাচগুলোতে জিদানের অধীনে রিয়াল ৩৪২টি গোল করেছে। আর গোল হজম করেছেন ১৪২টি।
এই মাইলফলকে পা রাখার পর জিদান গ্যালাকটিকোদের দ্বিতীয় সেরা কোচের খেতাব পেলেন। তার থেকে একমাত্র মিগুয়েল মুনজোই রিয়ালের কোচ হিসেবে লিগে বেশি জিতেছেন। রিয়াল ও স্পেনের সাবেক এই তারকা লিগে কোচিং করিয়ে ২৫৭টি জয় তুলে নিয়েছেন।
এদিকে এই সেঞ্চুরি পূরণে শিরোপাও ঘরে তুলেছেন জিদান। তার অধীনে রিয়াল ২০১৬-১৭ ও ২০১৯-২০ মৌসুমে লা লিগার ট্রফিতে চুমু খায়।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এমএমএস