ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাঠে দর্শক ফেরার অনুমতি দিল উয়েফা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২০
মাঠে দর্শক ফেরার অনুমতি দিল উয়েফা

করোনা মহামারির কারণে দর্শকশূন্য মাঠেই খেলছে দলগুলো। সদ্য সমাপ্ত উয়েফা সুপার কাপে সেই দৃশ্যে কিছুটা বদল আসে।

ইউরোপীয় ফুটবলের বড় কোনো ম্যাচে প্রথমবারের মতো দর্শক উপস্থিতি দেখা যায়। এবার বাকি সব ম্যাচেও দর্শক ফেরানোর অনুমতি দিল উয়েফা।

উয়েফা সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ ও সেভিয়া। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় অনুষ্ঠিত ওই ম্যাচে ১৫ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন, যা স্টেডিয়ামটির মোট দর্শক ধারণক্ষমতার প্রায় এক তৃতীয়াংশ।

সুপার কাপের ওই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার প্রতি স্টেডিয়ামে ৩০ শতাংশ দর্শক উপস্থিতির অনুমতি দিয়েছে উয়েফা। তবে এজন্য আয়োজক দেশ বা শহর কর্তৃপক্ষের অনুমতিও লাগবে। আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতেই এই নিয়ম চালু করা হবে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’।

উয়েফা সমগ্র পরিস্থিতির দিকে নজর রাখবে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কর্তারা চান, খুব শিগগিরই মাঠে দর্শক ফিরে আসুক। এতে দর্শকশূন্যতার কারণে ফুটবলের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে তা কিছুটা কমবে বলে তাদের বিশ্বাস।

সবকিছুই যদিও নির্ভর করছে প্রত্যেক দেশের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর। কিন্তু ফুটবল ম্যাচগুলোতে দর্শকের উপস্থিতি এখন সময়ের ব্যাপার মাত্র। আগেই বলা হয়েছে, স্টেডিয়ামে দর্শক ধারণক্ষমতার ৩০ শতাংশ উপস্থিতির অনুমতি দেওয়া হবে। তবে এখনই সফরকারী দলের দর্শকদের উপস্থিতি থাকার সুযোগ থাকছে না।

স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছুতেই দর্শক উপস্থিতির সুযোগ থাকবে না। আর ৩০ শতাংশ দর্শক উপস্থিতির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আয়োজক দেশ বা শহর। অর্থাৎ দর্শক উপস্থিতির লিমিট আরও বাড়তে পারে।  

খেলা উপভোগ করার পুরো সময়টা দর্শকদের বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এছাড়া স্থানীয় প্রশাসনের ঘোষিত নীতিমালা অনুযায়ী মাস্কসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।