ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেইমারের জোড়া গোলে পিএসজির বড় জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২০
নেইমারের জোড়া গোলে পিএসজির বড় জয় সতীর্থদের সঙ্গে নেইমারের গোল উদযাপন

নেইমারের জোড়া গোলে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ফ্রেঞ্জ লিগ ওয়ানের গত আসরের চ্যাম্পিয়নরা অ্যাঙ্গার্সকে উড়িয়ে দিয়েছে ৬-১ ব্যবধানে।

 

পিএসজি গোল উৎসব শুরু করে ম্যাচের সপ্তম মিনিটে। আলেসান্দ্রো ফ্লোরেঞ্জির গোলে এগিয়ে যায় তারা। এরপর কিলিয়ান এমবাপ্পের পাস থেকে ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তার দ্বিতীয় গোলটি পেয়েছেন দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে।  

মার্শেইয়ের বিপক্ষে লাল কার্ড দেখে ২ ম্যাচ নিষিদ্ধ হওয়ার পর প্রথমবার খেলতে নেমে এবারই প্রথম গোল পেলেন নেইমার। সেই ম্যাচটি পিএসজি হেরেছিল ১-০ ব্যবধানে। ব্রাজিলিয়ান সুপারস্টার ফিরলেও নিষিদ্ধতার কারণে আরও দুই ম্যাচ দর্শক হয়ে থাকতে হচ্ছে ফরাসি জায়ান্টদের আরেক তারকা আনহেল দি মারিয়াকে। ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার।  

অ্যাঙ্গার্সের বিপক্ষে বিরতি থেকে ফিরেও ম্যাচে দাপট ধরে রাখে টমাস টুখেলের দল। তবে প্রতিপক্ষও চেষ্টা চালাতে থাকে সমতায় ফিরতে। সেই পথে ৫২তম মিনিটে একটি গোল শোধ দেন ইসমায়েল ত্রায়োরে। তবে ম্যাচের বাকিটা সময় প্রতিপক্ষের জালে আরও তিন গোল দিয়ে উৎসব করে পিএসজি।  

ফরাসি জায়ান্টদের হযে ৫৭তম মিনিটে চতুর্থ গোলটি করেন হুলিয়ান ড্রাক্সলার। ৭১তম মিনিটে নেইমারের পাস থেকে পিএসজির ব্যবধানটা ৫-১ করেন বদলি হিসেবে নামা ইদ্রিস্সা গেয়ি। ৮৪তম মিনিটে পাবলো সারাবিয়ার পাস থেকে অ্যাঙ্গার্সের জালে শেষ বলটি জড়িয়ে দেন এমবাপ্পে।  

টানা দুই ম্যাচ হেরে নতুন মৌসুম শুরু করেছিল পিএসজি। তবে সেই ধাক্কা কাটিয়ে টানা এ নিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয স্থানেও ওঠে এসেছে তারা। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে টানা ৫ ম্যাচ জয় পাওয়া রেনে।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।